হারুন অর রশিদ দুদু, শেরপুর: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) একটি বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। অভিযানে দেখা যায়, কয়েকটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করা হচ্ছে এবং কিছু দোকান লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে। এর ফলে তিনটি দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইগাতী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল মান্নাফ। নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুর পুলিশ লাইনের একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।