সরকারের প্রায় ২০০০ কোটি টাকার পণ্য, জিনিসপত্র ও যন্ত্রাংশ কেনার প্রস্তাব অনুমোদন

জাতীয়

ভোরের দূত ডেস্ক: সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বিভিন্ন পণ্য, জিনিসপত্র ও যন্ত্রাংশ কেনার জন্য সাতটি প্রস্তাব অনুমোদন করেছে। এসব পণ্য ও যন্ত্রাংশ কিনতে সরকারের প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই প্রস্তাবগুলো অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মোট ১ হাজার ৯৮৮ কোটি ৬৫ লাখ টাকার ক্রয় প্রস্তাবের মধ্যে বিদ্যুৎ বিভাগের তিনটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব রয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র মেরামতের জন্য ৯০১ কোটি ৮৫ লাখ টাকার বেশি ব্যয় হবে। এছাড়া, খুলনা বিভাগের বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর জন্য ৯টি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণে ২৫৬ কোটি টাকা খরচ হবে।

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার সিঙ্গাপুর থেকে ৪৯৯ কোটি ১৬ লাখ টাকার এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এটি ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসারে স্পট মার্কেট থেকে কেনা হবে।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার এবং কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এতে যথাক্রমে ১৫৪ কোটি ৯০ লাখ ও ১৭৭ কোটি ৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *