ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে খুলনায় আনসার টিডিপি সদস্যদের অনন্য উদ্যোগ

জাতীয় সারাদেশ স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে খুলনার লবনচরা সুইজগেট খালে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপনা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অপসারণ করেছে টাউন ডিফেন্স পার্টি (টিডিপি) সদস্যরা।

জেলা কমান্ড্যান্ট, খুলনা-এর সার্বিক দিকনির্দেশনায়, খুলনা সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবী টিডিপি এবং আনসার টিডিপি ক্লাবের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সকাল ৮টায় শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন খুলনা সদর থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা হামিদা খাতুন।

এ পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে উচ্ছ্বসিত ৩১ নং ওয়ার্ড টিডিপি দলনেতা মোঃ শফিকুজ্জামান বলেন, “দেশের প্রায় ৫২% ডেঙ্গু রোগী উপকূলীয় ১৩ জেলায় অবস্থান করছে, এর মধ্যে খুলনা অন্যতম ঝুঁকিপূর্ণ জেলা। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেঙ্গুর ঝুঁকি বাড়াচ্ছে এবং পরিবেশ দূষিত করছে। তাই ডেঙ্গু প্রতিরোধে টিডিপি সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ পরিচ্ছন্নতা উদ্যোগ হাতে নিয়েছে।”

উল্লেখ্য, লবনচরা সুইজগেট খালটি দীর্ঘদিন কচুরিপনায় ভরাট হয়ে ডেঙ্গু মশার অন্যতম ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছিলো। জলাবদ্ধতা ও অপরিষ্কার পরিবেশ স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছিলো। টিডিপি সদস্যদের এই উদ্যোগকে স্থানীয়রা ভূয়সী প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *