ভোরের দূত প্রতিবেদক:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হাসা ফাজিল মাদ্রাসা মাঠে গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর থেকে শুরু হয় নাতে রাসূল (সা.) মাহফিল। এ আয়োজন করে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, হাসা ফাজিল মাদ্রাসা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আলী উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক, সংগঠক ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এস এম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, গভর্নিং বডির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অনুষ্ঠানে যোগ দেন।
মাহফিলে হামদ, নাত ও গজল পরিবেশন করে জুলফিকার হামদ-নাত শিল্পীগোষ্ঠী। পরিবেশনা শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।