ভোরের দূত প্রতিবেদক: আন্তর্জাতিক ইংরেজি ভাষার পরীক্ষা (আইইএলটিএস) কর্তৃপক্ষ ৬ সেপ্টেম্বরের পরীক্ষার ফলাফল স্থগিত করেছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষার সততা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে, নিয়মিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে এই পরীক্ষার ফলাফল আরও যাচাইয়ের প্রয়োজন। তাই আপাতত ফলাফল প্রকাশ করা হয়নি এবং বিষয়টি তদন্তের আওতায় এসেছে।
তদন্তের সময় পরীক্ষা, সিসিটিভি ফুটেজ, উত্তরপত্র এবং পরিচয় সংক্রান্ত কাগজপত্রসহ সব প্রমাণ খতিয়ে দেখা হবে। পরীক্ষার্থীরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে তাদের বক্তব্য জমা দিতে পারবেন। আইইএলটিএস জানিয়েছে, আট সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করা হবে।
যারা ব্রিটিশ কাউন্সিল বা আইইএলটিএস ইউএসএর মাধ্যমে পরীক্ষা দিয়েছেন, তারা সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে যোগাযোগ করবেন। আইডিপি পরীক্ষার্থীরা resultsinvestigation@idp.com ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র পাঠাবেন।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীতে দুইজনকে প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহের প্রলোভনে ছাত্র-ছাত্রীদের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৮ লাখ ৩৮ হাজার টাকা ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।