মোঃ আমির হোসেন,শরীয়তপুর: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় মাধ্যমিক/সমমান শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মিস তাহসিনা বেগম জেলা প্রশাসক শরীয়তপুর।
সভায় উপস্থিত ছিলেন মোঃ আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, মোঃ মেহেদী হাসান সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদদ্দৌলা এবং মোঃ খায়রুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার জাজিরা, ও জাজিরা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের সকল অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারগন উপস্থিত ছিলেন।
সভায় মোঃ আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বলেন”বাস্তবায়ন যোগ্য ৪৭ টি নির্দেশনা স্কুল পর্যায়ে বাস্তবায়ন শুরু হলে জাজিরা উপজেলার শিক্ষার গুনোগত মানোন্নয়ন হবে”।