ভোরের দূত ডেস্ক: বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামীকাল মঙ্গলবার। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
ভিডিও বার্তায় উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচন তোমরা চেয়েছো এবং গণ-অভ্যুত্থানের মৌলিক মূল্যবোধের সঙ্গে এটি সংগতিপূর্ণ। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং অন্যায়ের বিরুদ্ধে একটি সমন্বিত কণ্ঠস্বর তৈরি করতে আমরা তোমাদের আগ্রহ ও চাহিদার ভিত্তিতে এই নির্বাচন আয়োজন করেছি।” তিনি শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দিতে আসার আহ্বান জানান এবং বলেন যে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপাচার্য এই নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে বলেন, প্রায় ১১ মাসের ব্যাপক প্রস্তুতির পর ভোটগ্রহণের জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং দিনব্যাপী চলবে। এবারের নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোটার ৮১০টি বুথে ভোট দিতে পারবেন। প্রথমবারের মতো হল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয়ভাবে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোট গণনা এলইডি স্ক্রিনে সবার জন্য উন্মুক্ত থাকবে এবং বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত থাকবেন।
উপাচার্য প্রার্থীদের উদ্দেশে বলেন, “নির্বাচন প্রক্রিয়ায় কিছু প্রার্থী জিতবেন এবং কিছু প্রার্থী হারবেন। জয়-পরাজয় থাকবে, কিন্তু বিজয়ী এবং বিজিত উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।” তিনি সবাইকে জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা রাখতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় করতে ভূমিকা রাখার আহ্বান জানান।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।