কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী আগমন ৭০ শতাংশ কমেছে

আন্তর্জাতিক পড়াশোনা

ভোরের দূত ডেস্ক: চলতি বছর কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মাত্র ৩৬,৪১৭টি স্টাডি পারমিট ইস্যু করা হয়েছে, যা গত বছরের একই সময়ের (১,২৫,০৩৪টি) তুলনায় প্রায় ৭০ শতাংশ কম।

  • জানুয়ারি-জুন, ২০২৫: ৩৬,৪১৭টি স্টাডি পারমিট ইস্যু করা হয়েছে।
  • জানুয়ারি-জুন, ২০২৪: ১,২৫,০৩৪টি স্টাডি পারমিট ইস্যু করা হয়েছে।
  • হ্রাস: ৮৮,৬১৭ জন কম শিক্ষার্থী, যা ৭০ শতাংশের সমান।

আইআরসিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে, তারা কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা একটি টেকসই পর্যায়ে নামিয়ে আনছে। এই সিদ্ধান্তের ফলে ইতিমধ্যেই শিক্ষা খাত বড় ধরনের ধাক্কা খেয়েছে; আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি কমে যাওয়ায় রাজস্ব হ্রাস পাচ্ছে, যার কারণে ব্রিটিশ কলাম্বিয়ার একটি বিশ্ববিদ্যালয় সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশাপাশি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পতন দেখা গেছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে মাত্র ১,১৯,২৩৪টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে, যা গত বছরের একই সময়ের (২,৪৫,১৩৭টি) তুলনায় ৫১ শতাংশ কম।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আবাসন সংকটের কারণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি চলতি বছরের মে মাসে ঘোষণা দিয়েছিলেন যে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা আরও সীমিত করা হবে। এর মাধ্যমে আবাসন সংকট কমানোর চেষ্টা করা হবে।

তবে, স্থায়ী বাসিন্দা (Permanent Resident) গ্রহণের ক্ষেত্রে কানাডা তাদের লক্ষ্য পূরণের পথে রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে ঘোষিত তিন বছরের অভিবাসন পরিকল্পনায় আইআরসিসি ২০২৫ সালে ৩,৯৫,০০০ জন স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য স্থির করেছিল। এই বছরের ৩১ জুলাই পর্যন্ত কানাডা ২,৪৬,৩০০ জন নতুন স্থায়ী বাসিন্দাকে স্বাগত জানিয়েছে।

আইআরসিসি জানিয়েছে, “কানাডা সরকার অভিবাসনকে একটি টেকসই পর্যায়ে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনআস্থা পুনর্গঠনে এবং পুরো ব্যবস্থায় আরও ভারসাম্য আনতে কাজ করছি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *