আশুলিয়ায় জলকামান মুখে সড়ক ছেড়ে দেয়  শ্রমিকরা

সারাদেশ

মাসুদুর রহমান রুবেল, সাভার (ঢাকা): আশুলিয়ায় বকেয়া বেতন, পাওনাদির পরিশোধসহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নাসা গ্রুপের শ্রমিকরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ে সড়ক ব্যবহারকারীরা। পরে পুলিশ জল কামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে  বাইপাইল-আব্দুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে নাসা গ্রুপের শ্রমিকরা।

স্থানীয়রা জানান, নাসা গ্রুপের বন্ধ কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন ও পাওনাদির দাবিতে সকাল ৮টার দিকে  বাইপাইল-আব্দুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে তাদেরকে বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলেন। এ সময় বিক্ষোভকারী সড়ক ছেড়ে দিতে অস্বীকার জানান। পরে সকাল সাড়ে সাড়ে ১০টার দিকে পুলিশ জল কামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন।

পুলিশ জানায়, সকালে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে নাসা গ্রুপের শ্রমিকরা। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সড়কে চলাচলরতরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী তাদেরকে বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলেন। শ্রমিকরা সড়ক ছেড়ে দিতে অস্বীকার করলে তাদেরকে সরিয়ে দিতে সড়কে জল কামান নিক্ষেপ করা হয়।

শ্রমিকরা জানান, আমাদের আগষ্ট মাসের বকেয়া বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধসহ কারখানা খুলে দিতে হবে। যদি বকেয়া বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করা না হয় তাহলে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।

এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, সড়কের যান চলাচল বন্ধ রয়েছে, তা স্বাভাবিক করতে কাজ করছি। এখন ব্যস্ত আছি একটু পরে কথা বলি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *