বিশেষ প্রতিনিধি: নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ৭ম বিজ্ঞান মেলা ২১ সেপ্টেম্বর (রবিবার) বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০:৩০ মিনিটে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: ওলিউর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলিকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইনঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো: সাইফুল ইসলাম।
বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম রাব্বানী কামনা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা: সাফিয়া আখতার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা শবনম।
বিজ্ঞানমেলায় পাঁচ বিভাগে শিক্ষার্থীরা মোট ৬০টিরও বেশি সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে। সকল প্রকল্প পরিদর্শন শেষে বিচারক অধ্যাপক মো: সাইফুল ইসলামের তত্বাবধানে মোট ২৮ টি প্রকল্পের ৩৩ জন শিক্ষার্থীকে অধ্যক্ষ মো: ওলিউর রহমান বিজয়ী ঘোষণা করেন।
এছাড়াও আমন্ত্রিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো: রাশেদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: আমিনুল ইসলাম প্রমুখ।
উক্ত বিজ্ঞান মেলার সার্বিক তত্বাবধায়নে ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সালমা ইয়াসমিন স্বপ্না এবং সিনিয়র শিক্ষক ও নর্থ পয়েন্ট বিজ্ঞান ক্লাবের মডারেটর আসমা বীনতে আমিনসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।