মগধরা ইউনিয়নে জামায়াতের পথসভা অনুষ্ঠিত

রাজনীতি

সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধি : সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক পথসভা আয়োজন করে। ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ছায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।

প্রধান অতিথি বলেন, “জনসেবা আমাদের ঈমানি দায়িত্ব। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ফেরাতে জামায়াত কাজ করে যাচ্ছে।” তিনি শিশু আল আমিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পথসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহেদ খাঁন, মাওলানা শাহাদাত হোসাইন ও সাইফুল ইসলাম।

সভায় স্থানীয় নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *