নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি-র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো নতুন সদস্যদের ওরিয়েন্টেশন ও অনুপ্রেরণামূলক সেশন “Financial Inclusion: Engaging and Inspiring Youth in Banking”।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এ সেশনে শিক্ষার্থীরা ব্যাংকিং খাতের বাস্তব অভিজ্ঞতা, আর্থিক অন্তর্ভুক্তি এবং পেশাগত উন্নয়নের নানা দিক সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-র শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস) জনাব জিয়াউর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন মিস শায়লা আবেদিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং মি. এম এম মাহবুব হাসান এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং) মোহাম্মদ ফিরোজ আলম।
বক্তারা বলেন, ব্যাংকিং খাতে তরুণদের অংশগ্রহণ আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবনী নেতৃত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শিক্ষার্থীদের সামনে ব্যাংকিং পেশার সম্ভাবনা, ক্যারিয়ার গড়ার কৌশল এবং প্রাইম ব্যাংকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এতে অংশগ্রহণকারীরা ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ ও সুযোগ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি বলেন, ‘এই আয়োজন তরুণদের নতুন স্বপ্ন ও সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। প্রাইম ব্যাংকের সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় আমরা শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে পেরেছি।’