জাতীয় প্রদর্শনীতে জায়গা পেল নোয়াখালী কলেজের অনুর ক্যালিগ্রাফি পেইন্টিং

শিল্প ও সাহিত্য

আব্দুর রহিম, নোয়াখালী: রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ১২ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এমএম আর্ট ফাউন্ডেশন আয়োজিত ৪র্থ ক্যালিগ্রাফি পেইন্টিং এক্সিবিশন-২০২৫। এবারের প্রদর্শনীতে স্থান পায় নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও এনজিসি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ ওসমান অনুর চমৎকার একটি ক্যালিগ্রাফি শিল্পকর্ম, যার শিরোনাম ছিল — “নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে।”

প্রদর্শনীতে দেশের বিশিষ্ট ক্যালিগ্রাফারদের অসংখ্য শৈল্পিক কাজ দেখতে শিল্পপ্রেমীরা প্রতিদিন ভিড় জমান। জাতীয় পর্যায়ে তৌহিদ হোসেন অনুর শিল্পকর্ম প্রদর্শিত হওয়ায় তার সহপাঠী, ক্লাবের সদস্য এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তৌহিদ হোসেন অনু জানান, “প্রায় চার বছর ধরে ক্যালিগ্রাফি নিয়ে কাজ করছি। এতদিনের সাধনা ও অপেক্ষার পর এই এক্সিবিশনে আমার কাজ নির্বাচিত হওয়া আমার জন্য বড় প্রাপ্তি। বিশেষ করে আমার প্রিয় উস্তাদ মাহবুব মুর্শেদ স্যারের প্রদর্শনীতে নিজের কাজ দেখতে পাওয়া ছিল স্বপ্নের মতো। আলহামদুলিল্লাহ, অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ তুলে ধরতে পারি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *