তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন মিলনায়তনে (পায়রা) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইয়াসীন সাদেক।
বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক স্বচ্ছতা, জনসেবা এবং জনগণের প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলে মিলে কাজ করলে উন্নয়ন হবে টেকসই।
শিক্ষা, স্বাস্থ্য, মৎস্যসম্পদ, পর্যটন ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত নানা প্রস্তাবনা সভায় উপস্থাপন করেন স্থানীয় নেতৃবৃন্দ। জেলা প্রশাসক এসব প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।