চট্টগ্রামের তরুণ মোহাম্মদ ইয়াসির বিন তালেব। তিনি একাধারে উদ্যোক্তা, গবেষক, লেখক ও স্বপ্নবাজ পথিকৃৎ। বয়সে তিনি তরুণ হলেও চিন্তা, স্বপ্ন এবং কর্মপ্রচেষ্টায় যেন প্রাপ্তবয়স্ক। আজকের অনেক তরুণ যেখানে সামাজিক মাধ্যমে সময় ব্যয় করছে, সেখানে ইয়াসির নিজেকে নিয়োজিত করেছেন সমাজের উন্নয়ন ও সৃজনশীল উদ্যোগে।তার এই পথচলার গল্প তুলে ধরেছেন অর্ণব দাশ।
ছোটবেলা থেকেই বড় ভাবনা
একাদশ শ্রেণিতে পড়াশোনার সময়েই ইয়াসিরের মনে জন্ম নেয় সমাজের জন্য কিছু করার স্বপ্ন। ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন স্টুডেন্টস এগ্রিকালচার ফাউন্ডেশন (সাফ)। অর্থের অভাব, নানা সীমাবদ্ধতা এবং প্রতিবন্ধকতার মধ্যেও তিনি হাল ছাড়েননি। গ্রামের মানুষকে স্বাবলম্বী করার স্বপ্নই তাঁকে এগিয়ে নিয়েছে।
২০১৭ সালে জন্ম নেয় আরেকটি উদ্যোগ—ড্রিমানটিয়ার্স, একটি গবেষণাভিত্তিক সংস্থা। সংস্থাটি কৃষি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে কাজ করে দ্রুত আলোচনায় আসে। সেই সময়ে স্কুল জীবনে বিএনসিসি’র নেতৃত্ব দিয়ে ২০১৯ সালে তিনি অর্জন করেন কৃতিত্বের সঙ্গে সিএসএম পদবী।
উদ্যোক্তার জগতে পদার্পণ
শুধু গবেষণাতেই সীমাবদ্ধ থাকেননি ইয়াসির। ২০২০ সালে তিনি শুরু করেন নূরি, একটি সামাজিক উদ্যোগ ভিত্তিক কাপড়ের ব্র্যান্ড। যদিও করোনার অভিঘাতে কার্যক্রমে বাধাগ্রস্থ হল,তবুও তিনি থেমে যাননি। পরবর্তীতে তিনি গড়ে তোলেন আরোরা ইকো ভেঞ্চারস্ লিমিটেড, যার অধীনে বর্তমানে পরিচালিত হচ্ছে আরোরা চিজ ফ্যাক্টরি। প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করছে এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইয়াসির বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।বর্তমানে তিনি ভারতের চন্ডীগড় ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন।
লেখক ইয়াসির: স্বপ্নকে শব্দে পরিণত করা
উদ্যোক্তা হিসেবে সাফল্যের পাশাপাশি ইয়াসির নিজের ভাবনাগুলো প্রকাশ করেছেন লেখার মাধ্যমে। তিনি তরুণদের ভয় ও প্রতিবন্ধকতা অতিক্রম করে নতুন উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন।
তরুণ লেখক হিসেবে আবরার নামে পরিচিত ইয়াসিরের কাব্যগ্রন্থ ‘শ্রেয়সী’ বইমেলায় প্রকাশিত হলে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। তিনি বলেন, “প্রেম একটি ছোট্ট শব্দ, কিন্তু এর গভীরতা অসীম। প্রেমের প্রতিটি স্তরে থাকে আনন্দ, স্মৃতি, বেদনা এবং মায়াবী ছোঁয়া। এই বই শুধু কবিতার সংকলন নয়; এটি আবেগময় বাস্তবতার প্রতিচ্ছবি। প্রতিটি কবিতা পাঠককে নিয়ে যাবে হৃদয়ের গভীরে।”
ইয়াসিরের বিশ্বাস
“স্বপ্ন আর কাজ—এই দুই-ই পারে একটি দেশকে এগিয়ে নিতে। আমরা যদি গবেষণা, শিক্ষা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিই এবং দায়িত্বশীলভাবে কাজ করি, তবে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।”