ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভকামনা, ব্রাহ্মণবাড়িয়ার ওসির ফেসবুক পোস্টে বিতর্ক

সোশ্যাল মিডিয়া ক্যাম্পাস

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর ক্যাম্পাসজুড়ে ৮১০টি বুথে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় আয়োজিত এ নির্বাচনে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও বিতর্ক দুই-ই লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে এ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রতি শুভকামনা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।

নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে তিনি লিখেছেন— “মেধাবীদের জন্য শুভ কামনা রইলো ২১, ১৭, ০৮”। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রশাসনের দায়িত্বশীল একজন কর্মকর্তা কিভাবে নিরপেক্ষতা বজায় না রেখে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট মন্তব্য করতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে ওসি মোজাফফর হোসেন সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। তবে তার পোস্ট ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও তীব্র নিন্দা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *