সন্নিবেশ : কিলিয়ান এমবাপ্পে আবারও প্রমাণ করলেন কেন তাকে বর্তমানে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা বলা হয়। এক গোল ও এক অ্যাসিস্টে দলকে টেনে নিয়ে গেলেন তিনি, আর ১০ জনের রিয়াল মাদ্রিদ লড়াই করে ২-১ গোলে হারাল রিয়াল সোসিয়েদাদকে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত মাদ্রিদ। মাত্র তিন মিনিটে আর্দা গুলারের শট জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে ১৩ মিনিটে আর আটকানো গেল না এমবাপ্পেকে। দুর্দান্ত গতিতে ডিফেন্স ভেদ করে নিচু শটে জাল খুঁজে নেন ফরাসি সুপারস্টার। এরপর আরও একটি চেষ্টা, তবে পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের ৩২ মিনিটের মাথায় মাদ্রিদ বড় ধাক্কা খায়। বল নিয়ে দৌড়ে যাচ্ছিলেন ওয়ারিয়াজাবাল, তাকে ফাউল করে বসেন মাদ্রিদের ডিন হুইসেন। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তরুণ ডিফেন্ডারকে। এ লাল কার্ড নিয়ে সরাসরি রেফারির সমালোচনা করে হলুদ কার্ড দেখেন রিয়েল মাদ্রিদ বস জাভি এলোন্সো। ১০ জন নিয়ে খেললেও প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এমবাপ্পের দারুণ কাটব্যাকে বল পেয়ে গুলার সহজেই গোল করেন।
দ্বিতীয়ার্ধে নিজেদেরই চাপে ফেলে মাদ্রিদ। ডানি কার্ভাহালের হাত লাগায় পেনাল্টি পায় সোসিয়েদাদ, যা থেকে নির্ভুলভাবে গোল করেন ওয়ারিয়াজাবাল। এরপর সমতা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালায় লা রিয়াল, তবে থিবো কর্তোয়ার একের পর এক সেভে বেঁচে যায় রিয়াল মাদ্রিদ।
ম্যাচশেষে, এমবাপ্পের নৈপুণ্যে পূর্ণ ৩ পয়েন্ট ঘরে তোলে লস ব্লাঙ্কোস। এতে করে লীগে চার ম্যাচ শেষে বারো পয়েন্ট নিয়ে শীর্ষে এখন রিয়াল মাদ্রিদ।