লা লিগা: রিয়ালকে টপকে শীর্ষে বার্সা

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে পরাজিত করে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঘুরে দাঁড়িয়ে পাওয়া এই গুরুত্বপূর্ণ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে এক ধাপ নিচে নামিয়ে দিল হ্যান্সি ফ্লিকের দল।

ম্যাচের শুরু থেকেই বার্সার দাপট থাকলেও খেলার ধারার বিপরীতে ৩১তম মিনিটে আলভারো ওদ্রিওসোলার গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি স্বাগতিকরা। ৪৩তম মিনিটে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে দারুণ হেডে সমতা ফেরান ফরাসি ডিফেন্ডার জুলে কুন্দে। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে ১৮ বছর বয়সী লামিন ইয়ামালকে মাঠে নামানো হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৫৮তম মিনিটে ইয়ামালের দুর্দান্ত ক্রস থেকে অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি সহজেই জাল খুঁজে নিয়ে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এটিই শেষ পর্যন্ত জয়সূচক গোল হিসেবে প্রমাণিত হয়।

এই জয়ের ফলে বার্সেলোনার অপরাজিত যাত্রা আরও দীর্ঘ হলো। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট, যা এক পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে বেশি। এর আগে রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরেছিল।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা খেলবে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *