জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে চকরিয়ার হার; সাবেক ফুটবলার গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন

খেলাধুলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণকে কেন্দ্র করে অনিয়ম, সমন্বয়হীনতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্তমানসহ টানা দুইবারের জেলা চ্যাম্পিয়ন চকরিয়া উপজেলা ফুটবল টিমের সূচনীয় হারে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান ও এনজিও কর্মকর্তা গিয়াস উদ্দিনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের এবং বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ডুলাহাজারা ক্রীড়া সংস্থার মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাবেক সদস্য পরিমল বড়ুয়া ও সাজ্জাদ হোসেন রবিবার ( ৭ সেপ্টেম্বর) কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিবছর জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে চকরিয়া উপজেলা ফুটবল দল অত্যন্ত দক্ষতার সাথে খেলে টানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আসছে। এবছর দক্ষ ও অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে দুর্বল টীম গঠন করায় চকরিয়া উপজেলা ফুটবল দল প্রথম ধাপেই শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এতে পুরো জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী প্রতিটি দলে তিনজন বিদেশি খেলোয়াড় রাখার কথা থাকলেও এবছর কাউকেই চকরিয়ার টীমে অন্তর্ভুক্ত করা হয়নি। অপরদিকে চকরিয়ার ১৮ জন ফুটবলার বর্তমানে জাতীয় দল, বসুন্ধরা কিংস, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ পুলিশ ও নৌবাহিনী ক্লাবে নিয়মিত অংশগ্রহণ করছে। তাদের কাউকেই জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে ডাকা হয়নি।

এদিকে বাজেট সংকটের অজুহাতে জাতীয় ও ক্লাব পর্যায়ের যোগ্য খেলোয়াড়দের বাদ দেওয়া হয়েছে। ফলে চকরিয়া উপজেলা দল লজ্জাজনকভাবে হেরে গেছে। কিন্তু অতীতে এই বাজেটের ভেতরেই সাবেক কমিটির দক্ষ নেতৃত্বে ও চকরিয়ার ক্রিড়া সংগঠকদের সমন্বয়ে নাইজেরিয়ান, কেনিয়া ও অফ্রিকান ফুটবলাদের সঙ্গে জাতীয় দল ও দেশ সেরা ক্লাবের খেলোয়াড়দের নিয়ে টীম সাজিয়ে টানা দুইবারের জেলা চ্যাম্পিয়ন ও বহুবার জেলা লীগ চ্যাম্পয়ান হওয়ার গৌরব অর্জন করে চকরিয়া উপজেলা ফুটবল দল।

বর্তমানে চকরিয়া ফুটবল দল পরিচালনার দায়িত্ব যাদের হাতে দেওয়া হয়েছে তারা খেলাধুলার উন্নয়নে কোনো ভূমিকা রাখছেন না। বরং ব্যক্তিগত স্বার্থে ক্রীড়াঙ্গণকে দুর্বল করে দিচ্ছেন। চকরিয়ার ইউএনও আতিকুর রহমান ও এনজিও কর্মকর্তা গিয়াস উদ্দিন মিলে ক্রীড়া সংস্থার বরাদ্দকৃত অর্থ নয়-ছয় করছেন। এতে চকরিয়ার ক্রীড়াঙ্গণ ধ্বংসের মুখে পড়েছে।

তিন অভিযোগকারীই জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সুনাম অক্ষুণ্ণ রাখার জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *