সন্নিবেশ: লা লিগায় দাপটের সাথে ফিরলো বার্সেলোনা। ক্যাম্প ন্যু-তে নিজেদের মৌসুমের প্রথম হোম ম্যাচেই ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো ৬-০ গোলে। জোড়া গোল করলেন ফারমিন লোপেজ, রাফিনহা এবং রবার্ট লেয়ানডস্কি।
লা মাসিয়ার তরুণ প্রতিভা ফারমিন লোপেজ যেন ম্যাচটা নিজের করে নিলেন। প্রথমার্ধে ফেরান তোরেসের “চিপ” পাস থেকে বল জালে পাঠান তিনি। আর দ্বিতীয়ার্ধে দূরপাল্লার এক দুর্দান্ত শটে জালে বল জড়ান, যা প্রমাণ করলো কেন ইংলিশ ক্লাবগুলো মিলিয়ন মিলিয়ন পাউন্ড দিয়ে তাকে পেতে এত আগ্রহী ছিল।
বিরতির পর নামেন রাফিনহা, নামার পরপরই ম্যাচের গতি পাল্টে দেন। মার্কাস র্যাশফোর্ডের দুর্দান্ত ক্রস থেকে বাড়িয়ে দেন প্রথম গোল। দ্বিতীয়বারে নিজেই কাসাদোর লম্বা পাস নামিয়ে নেন এবং জালে বল জড়িয়ে দেন।
শেষ দিকে রঙ জমিয়ে দেন লেয়ানডস্কি। বদলি হিসেবে নেমে প্রথমে বক্সে দুর্দান্ত ফিনিশে গোল করেন। মিনিট কয়েক পরেই ACL ইনজুরি থেকে ফেরা তরুণ মার্ক বার্নালের নিখুঁত পাসে করেন নিজের দ্বিতীয় গোল।
লা লিগায় এক ম্যাচে এমন গোলবন্যা শুধু বার্সার দাপটই নয়, বরং দলের মনোবল ফিরিয়ে আনার বড় প্রমাণ। বার্সার পোস্টার বয় লামিন ইয়ামাল চোটের কারণে না থাকলেও ম্যাচজুড়ে ছিল কাতালানদের পূর্ণ আধিপত্য। শেষ দিকে গ্যালারিতে ভেসে উঠতে থাকে দর্শকদের “ওলে” ধ্বনি, যেন উৎসবের আমেজে মেতেছিল গোটা স্টেডিয়াম