ভোরের দূত ডেস্ক: দেশের কল্যাণে শিক্ষক ও শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে পাঠ্যক্রম প্রণয়ন ও অংশীজনদের অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ইউজিসি ও ইউনিসেফের যৌথ উদ্যোগে রোববার (২৮ সেপ্টেম্বর) ইউজিসি অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ইউজিসি চেয়ারম্যান বর্তমান তরুণ প্রজন্মকে মেধাবী ও আন্তরিক উল্লেখ করে বলেন, জুলাই আন্দোলন পরবর্তীকালে তরুণ প্রজন্মকে যথাযথভাবে কাজে লাগানো যায়নি। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থের চেয়ে শিক্ষকদের ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীবান্ধব করা এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক সুদৃঢ় করার জন্য একগুচ্ছ পরামর্শ দেন।
কর্মশালায় কমিশনের সদস্যসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন এসবিসি বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক অংশগ্রহণ করেন।