ভোরের দূত ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৬৯ রানের বড় লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিং বেছে নিলেও বাংলাদেশের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি। দাসুন শানাকার দুর্দান্ত হাফ সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ঝড়ো শুরু করেন। পাওয়ার প্লে-এর ৬ ওভারে তারা ৫৩ রান তোলেন, যদিও এই সময়েই ২২ রান করা নিশাঙ্কাকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ।
এরপর ব্যাটিংয়ে আসা কামিল মিশারা (৫ রান) সুবিধা করতে পারেননি। কুশল মেন্ডিস ২৫ বলে ৩৪ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। এই দুজনকেই সাজঘরে ফেরান শেখ মেহেদি হাসান। ১৬ বলে ১৬ রান করে কুশল পেরেরা আউট হন মোস্তাফিজুর রহমানের বলে।
শ্রীলঙ্কার ইনিংসের মূল চালিকাশক্তি ছিলেন অধিনায়ক দাসুন শানাকা। তিনি শেষ পর্যন্ত উইকেটে থেকে মাত্র ৩৭ বলে ৬৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৬টি ছক্কা। এছাড়া, চারিথ আসালাঙ্কাও ১২ বলে ২১ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান সবচেয়ে সফল ছিলেন। তিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন। শেখ মেহেদি হাসানও ২৫ রান খরচায় ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। একটি উইকেট পেলেও তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৭ রান দেন।