লালমনিরহাটে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

অপরাধ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় গত ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) লালমনিরহাট থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকায় তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার সামনে থেকে মো. শাহজালাল (২৫) নামের এক যুবককে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

একই দিনে একই এলাকায় দ্বিতীয় অভিযানে মো. জালাল উদ্দিন (৪৫) ও মো. মাসুদ রানা (২২)-কে ৫ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সকলকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছে—”মাদককে না বলুন,
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন,
পুলিশের সাথে তথ্য দিয়ে সহযোগিতা করুন।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *