আলোচিত ইসলামি বক্তা গিয়াসউদ্দিন তাহেরিসহ ১৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

অপরাধ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকেও এ মামলায় আসামি করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

হেফাজত কর্তৃক জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর (সোমবার) হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূইয়া বাদী হয়ে থানায় মামলা (নং-১৭) দায়ের করেন। মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং ফয়েজিয়া দরবার শরীফের পীর, আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আড়াইটার দিকে বিজয়নগর থানাধীন ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ১০ সেপ্টেম্বর (বুধবার) ভোরে পুলিশ উপজেলার শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তারা যথাক্রমে মামলার ৩ ও ১৩ নম্বর আসামি।

এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “হেফাজতের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *