ভোরের দূত ডেস্ক: ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় শ্বশুর কর্তৃক যৌন নির্যাতনের পর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ সোহান মিয়া (২৭) কে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশ।
ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে আরপিএমপি কোতয়ালী থানায় মামলা নং-০১, তারিখ-০১/১০/২০২৫ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ/২০২৫) এর ৯(১)/১০ তৎসহ দণ্ডবিধির ৩২৩/২০১/৩০২/৫০৬/৩৪ ধারায় মামলা দায়ের করে। মামলার ২নং এজাহারনামীয় আসামী সোহান মিয়ার অবস্থান তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানের ধারাবাহিকতায় ০৪ অক্টোবর ভোর অনুমান ০৫.০০ ঘটিকায় পঞ্চগড় সদর থানা পুলিশের সহায়তায় মিলগেট এলাকা হতে আসামী সোহান মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সকাল ১০.৩০ ঘটিকায় ধৃত আসামীকে কোতয়ালী থানায় আনা হয়। বর্তমানে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ; অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও পলাতক আসামী গ্রেফতারে কোতয়ালী থানাসহ বিভিন্ন ইউনিট নিয়মিতভাবে বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।