প্রশাসনে ইসলামপন্থী দলের সমর্থক আমলা: রুহুল কবির রিজভীর অভিযোগ

জাতীয়

ভোরের দূত ডেস্ক: প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, “প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে, এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। আমরা প্রত্যক্ষ করছি, জনগণও বুঝতে পারছে।” তিনি ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা রেখে বলেন, এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হোক, যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন।

বিএনপির এই নেতা বলেন, “সামনের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই দেশের জনগণের প্রত্যাশা। জনগণ ভোট দিতে প্রস্তুত, তাই নতুন কোনো ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করছেন, তারাও জনগণের কাছে ধরা পড়ে যাবেন।”

তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, গত ১৬ বছর জনগণ ভোট দিতে পারেনি। “শেখ হাসিনা ভোটে তালা ঝুঁলিয়ে রেখেছিলেন, নির্বাচনের নামে প্রহসন করেছেন। গরু-বাছুরকে ভোটকেন্দ্রে যেতে দেখা গেছে, কিন্তু ভোটারদের যাওয়ার সুযোগ দেননি। দিনের ভোট রাতে হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন কমিশন এবং ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারই জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা নানা চক্রান্ত করছে। ষড়যন্ত্র থেমে নেই, বরং তা বাস্তবায়নের জন্য মাস্টারপ্ল্যান চলছে।

সম্প্রতি দুর্গাপূজা নিয়ে গুজব ও ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত কয়েকদিন আগে দুর্গাপূজা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। হিন্দু-মুসলমান সবাই মিলে মণ্ডপ পাহারা দিয়েছে। এটাই আমাদের সম্প্রীতির ঐতিহ্য।”

ভারতে ড. ইউনূসের মুখাবয়ব দিয়ে তৈরি ‘অসুরের’ মূর্তির সমালোচনা করে তিনি বলেন, এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচয় ও অপসংস্কৃতির প্রকাশ। তিনি হুঁশিয়ারি দেন, নরেন্দ মোদি যদি ভারতে মধ্যযুগীয় অন্ধকার নামিয়ে আনেন, “আমরা বাংলাদেশের মানুষ সেটি গ্রহণ করব না। আমাদের দেশে বিভাজন তৈরি করা যাবে না।” তিনি তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, “আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকব।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *