ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিমতের কারণ দেখি না: জামায়াত

জাতীয়

ভোরের দূত ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা এসেছে, তাকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে দ্বিমত করার কোনো কারণ জামায়াত দেখে না এবং তাঁর দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার রাতে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেন।

নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে জানিয়ে ডা. তাহের বলেন, “আমরা সবাই এর সঙ্গে একমত। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।”

তবে নির্বাচনের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের ওপর জোর দেন তিনি:

“যেমন, জুলাই সনদে আমরা একমত হয়েছি। কিন্তু তা বাস্তবায়ন না হলে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না।”

ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতি সমর্থন জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, তাঁর ভাষণ ছিল অসাধারণ। তিনি প্রধান উপদেষ্টার একটি ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান:

“এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী বিষয় হলো—প্রথমবারের মতো প্রধান রাজনৈতিক দলের স্টেকহোল্ডাররা একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন। আমি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।”

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে জামায়াতের অবস্থান স্পষ্ট করে ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামী দুই কক্ষেই পিআর চায়। তিনি আশা প্রকাশ করেন, যেহেতু এটি জনগণের সরকার, তাই তারা এই দাবি গ্রহণ করবে।

তিনি পুনরায় নিশ্চিত করেন, “আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করব।” এ সময় জামায়াত নেতা মোহাম্মদ নকীবুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *