অনলাইন ডেস্ক: আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-২য় ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের ৬৪টি জেলার মোট ৭,৯৩০ (সাত হাজার নয়শত ত্রিশ) জন প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্তভাবে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে আনসার প্লাটুনকে সুসংগঠিত করা, দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চেতনাকে আরও সুদৃঢ় করা। অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা আসন্ন জাতীয় নির্বাচনসহ জাতীয় যেকোন প্রয়োজনে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের বাস্তবমুখী অনুশীলন সম্পন্ন করে।
তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ করে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। এছাড়া অতিথি বক্তাদের দিকনির্দেশনামূলক সেশন প্রশিক্ষণার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলেছে।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একযোগে দীপ্তকন্ঠে জাতীয় সেবায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করে। এছাড়াও সমাপনী অনুষ্টানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, দেশব্যাপী পর্যায়ক্রমে মোট ৮টি ধাপে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী মোট ৫২,১৮৩ (বায়ান্ন হাজার একশত তিরাশি) জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।