সাদিক কায়েম, ভিপি (ডাকসু): ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী—এমন মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের ঘাতকদের অন্য কোনো পরিচয় জাতি মেনে নেবে না।”
তিনি আরও জানান, অতীতে যেমন ক্রিকেটার সাকিব ও রাজনীতিবিদ সাকিবকে আলাদা করে দেখানোর চেষ্টা হয়েছিল, একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে কখনো সাংবাদিক, কখনো বুদ্ধিজীবী, কখনো পেশাজীবী কিংবা কূটনৈতিক পরিচয়ে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। কিন্তু এসব অপচেষ্টা জাতি স্পষ্টভাবে দেখেছে।
জুলাই প্রজন্মের পক্ষ থেকে সাদিক কায়েম ঘোষণা দেন, “আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই—দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, তাদের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার না করা পর্যন্ত সংগ্রাম থামবে না।”