মাসুম পারভেজ: মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে আবারও মাঠে নামছে বাংলাদেশ। ভারতের কাছে হারের পর হিসাব এখন স্পষ্ট—পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনাল, আর হারলে বিদায়। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে লিটন দাসকে ঘিরে—তিনি কি খেলতে পারবেন?
গত মঙ্গলবার অনুশীলনের সময় পাঁজরে চোট পান লিটন দাস। সেই কারণে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি, পুরোটা সময় ড্রেসিংরুমেই কাটিয়েছেন। ফলে অধিনায়কের দায়িত্ব সামলান জাকের আলী। আজ রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও যদি লিটন না খেলতে পারেন, তবে নেতৃত্ব থাকবে জাকেরের হাতেই।
বুধবার ভারতের বিপক্ষে হারের পর জাকের আলী জানিয়েছিলেন, “লিটন পুনর্বাসনে আছেন। ম্যাচ শুরুর আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব।” একই আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিমও। তিনি বলেন, “লিটন দাসের শারীরিক কিছু সমস্যা আছে, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করছি ভালো খবর পাওয়া যাবে।”
বাংলাদেশের ফাইনাল স্বপ্ন টিকিয়ে রাখতে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ তাই হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই, আর লিটনের ফিটনেসই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।