নিউইয়র্কে ম্যাক্রোঁ-পেজেশকিয়ান বৈঠক : পারমাণবিক চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এ বৈঠক হয়।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৈঠকে পারমাণবিক চুক্তি পুনরায় কার্যকর করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তাদের মতে, “একটি সমঝোতা এখনো সম্ভব, তবে এর জন্য ইরানকে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে।”

ইরানি বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, পেজেশকিয়ানের প্রেসিডেন্ট হিসেবে অন্য কোনো দেশের নেতার সঙ্গে এটিই ছিল প্রথম বৈঠক। এতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে ইরানের সহযোগিতা বজায় রাখা এবং ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ ইস্যুটি প্রধান আলোচ্য বিষয় ছিল।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ এবং শর্তাবলি তেহরানকে জানানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, “সময় খুব সীমিত। এখন আমাদের দেওয়া বৈধ শর্তগুলোর জবাব দেওয়া ইরানের দায়িত্ব।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *