‘অনুপ্রবেশকারী’ ইস্যুতে মোদিকে ওয়াইসির কড়া জবাব: ‘বাংলাদেশি বোনকে দিল্লিতে বসিয়ে রেখেছেন’

আন্তর্জাতিক

ভোরের দূত ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অনুপ্রবেশকারী’ মন্তব্য নিয়ে কড়া জবাব দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। ওয়াইসি সরাসরি মোদিকে নিশানা করে বলেছেন, বাংলাদেশ থেকে আসা এক ‘বোনকে’ মোদিজি নিজেই দিল্লিতে বসিয়ে রেখেছেন, অথচ অনুপ্রবেশকারী নিয়ে উদ্বেগ দেখাচ্ছেন।

গত সপ্তাহে এক নির্বাচনি জনসভায় মোদি কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল-এর বিরুদ্ধে বিহার রাজ্যে ‘অনুপ্রবেশকারীদের’ পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছিলেন। বৃহস্পতিবার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ওয়াইসি বলেন:

“মোদিজি বলছেন বিহারে নাকি বাংলাদেশি আছে। মোদিজি, বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনার একজন বোন তো বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব।”

ওয়াইসির এই খোঁচাটি ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। ৫ আগস্ট, ২০২৪ তারিখে গণঅভ্যুত্থানের মুখে তিনি ভারতে পালিয়ে যান এবং এরপর থেকেই দিল্লিতে অবস্থান করছেন।

ওয়াইসির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন বিজেপি বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে, বিশেষ করে মুসলিম-অধ্যুষিত সীমাঞ্চলে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। এ বছর শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনে অবৈধ অভিবাসন ইস্যুটি বিজেপির অন্যতম প্রধান অস্ত্র।

মোদি দেশে ‘অনুপ্রবেশকারী’ ইস্যু নিয়ে অত্যন্ত সোচ্চার। তিনি স্বাধীনতা দিবসের ভাষণ থেকে শুরু করে পূর্ণিয়ার নির্বাচনী জনসভায় বারবার এই বিষয়টি উত্থাপন করে দাবি করেছেন যে, এই অনুপ্রবেশের কারণে ভারতে জনসংখ্যার সংকট তৈরি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *