ভোরের দূত

ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনে হত্যা মামলা, যুবলীগ কর্মী গ্রেফতার

আন্তর্জাতিক

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলায় সেলিম খান (৫৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে জেলা শহরের পুনিয়াউট নিজ বাড়ি থেকে সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে। তিনি মৃত মুলফত খানের ছেলে এবং আওয়ামী যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

পুলিশ জানায়, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে দেশে ব্যাপক আন্দোলন হয়। এর একদিন পর ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় সংঘর্ষে বুধল উত্তরপাড়ার কাউসার আহমেদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এই ঘটনায় নিহতের চাচা আকরাম হোসেন গত ১০ সেপ্টেম্বর (২০২৪) ব্রাহ্মণবাড়িয়া আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তার স্ত্রী মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনসহ ১৯৫ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকেও আসামি করা হয়। মামলার এজহারভুক্ত আসামিদের মধ্যে সেলিম খানও রয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, “সেলিম খান মামলার এজহারভুক্ত আসামি। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *