মাসুম পারভেজ: তিন দিন অনিশ্চয়তায় কাটানোর পর অবশেষে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালে চলমান অস্থিরতার কারণে আটকে পড়া খেলোয়াড়, কর্মকর্তা ও সাংবাদিকরা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
জানা গেছে, কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেলে অবস্থান করা ৩২ জনের এই বহরকে নিরাপত্তাজনিত কারণে বাইরে বের হতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত বিশেষ ব্যবস্থায় তাদের ফিরিয়ে আনা হয়।
জাতীয় দলের সঙ্গে নেপালে যাওয়া সাংবাদিকেরাও একই ফ্লাইটে ঢাকায় ফেরেন। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের প্রত্যাবর্তনের তথ্য জানিয়েছিল।
এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত ৩ সেপ্টেম্বর নেপালে যায় বাংলাদেশ দল। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর আগেই দেশটিতে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে হাজারো মানুষ রাজপথে নেমে আসে। সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও বহু মানুষ আহত হন।
অশান্ত পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি পদত্যাগ করেন এবং নিরাপত্তার কারণে বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়। ফলে হোটেলবন্দী হয়ে পড়ে বাংলাদেশ দল। অনুশীলন কিংবা দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ হয়নি। শেষ পর্যন্ত অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) প্রীতি ম্যাচটি স্থগিত ঘোষণা করে।
দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে দেশে ফিরতে পেরে স্বস্তি ফিরে এসেছে ফুটবলাঙ্গনে।