ভোরের দূত প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ভক্ত-অনুরাগীদের আবারও মুগ্ধ করেছেন। সম্প্রতি তিনি অবকাশ যাপনের উদ্দেশ্যে কানাডার মন্ট্রিয়ল শহরে ঘুরতে গিয়েছেন এবং সেখানকার কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
ছবিগুলোতে ফারিয়াকে সাদা পোশাক, চোখে সানগ্লাস ও খোলা চুলে দেখা গেছে। হাসি-খুশিতে ভরা ছবিগুলো দেখে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে। এক নেটিজেন লিখেছেন, “আগের চেয়েও সুন্দর লাগছে দেখতে।” আরেকজন মন্তব্য করেছেন, “সাদা পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে।”
প্রসঙ্গত, নুসরাত ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র “আশিকী”-র মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনীত সেই ছবিটি বাণিজ্যিক সাফল্য পায় এবং ফারিয়াকে আলোচনায় নিয়ে আসে।