রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

চাকরি

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের আয়োজনে দিনব্যাপী কলেজ অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১০৫০ জনেরও বেশি চাকরিপ্রত্যাশী অংশ নেন। এরমধ্যে প্রায় ৬০০ প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. গোলাম রব্বানী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. সিরাজ উদ্দিনসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা ও প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তারা।

মেলার অন্যতম আকর্ষণ ছিল সরাসরি ভাইভা, যা চাকরি প্রত্যাশীদের জন্য সরাসরি নিয়োগের সুযোগ তৈরি করেছে। রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সভাপতি নাজমুল হক জানান, সরাসরি ভাইভার মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা সরাসরি নিয়োগের সুযোগ পান, যা মেলার মূল উদ্দেশ্য ছিল।

প্রধান অতিথি অধ্যক্ষ মু. যহুর আলী বলেন, “রাজশাহী কলেজ শুধু পাঠদানে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও অগ্রণী ভূমিকা রাখছে। আজকের চাকরি মেলা তারই প্রমাণ।”

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফ্যাক্টরি ম্যানেজার মো. মেহেদী হাসান বলেন, “প্রাণ-আরএফএল গ্রুপ তরুণ সমাজকে কর্মমুখী করতে সবসময় কাজ করছে। রাজশাহী কলেজে এমন আয়োজন আমাদের ভবিষ্যৎ সহকর্মীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে।”

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. গোলাম রাব্বানী বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি পেশাজীবনের জন্য প্রস্তুত হোক। এই চাকরি মেলা সেই প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়েছে।”

চাকরি প্রত্যাশী মাস্টার্সের শিক্ষার্থী পূজা বলেন, “এই চাকরি মেলা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, এবং বেকারত্ব দূরীকরণের কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করছে। এটি আমাদের স্বপ্ন পূরণের পথ খুলে দিয়েছে।”

ক্লাব সভাপতি মো. নাজমুল হক বলেন, “আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে। আয়োজন সফল হওয়ায় আমরা আনন্দিত।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *