ইসরায়েলকে ইউরোপিয়ান ফুটবল থেকে নিষিদ্ধ করার চাপ

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA) খুব দ্রুতই ইসরায়েলের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করতে পারে। সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এক মাস আগের তুলনায় সদস্য দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার নতুন চাপ তৈরি হয়েছে এবং উয়েফার শীর্ষ নেতৃত্ব এখন এ বিষয়ে পদক্ষেপ নিতে চাইছে।

জাতিসংঘের তদন্ত কমিশনের রিপোর্টে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার পর থেকেই আন্তর্জাতিক খেলাধুলা থেকে তাদের নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে। এর আগে ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে রাশিয়া আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে নিষিদ্ধ হয়েছিল।

জাতিসংঘের একদল বিশেষজ্ঞ এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের বিরুদ্ধে খেলাধুলায় নিষেধাজ্ঞার দাবি তুলেছেন।

যদিও ইসরায়েল এশিয়ার দেশ, তারা ফুটবল খেলে ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে উয়েফা আয়োজিত টুর্নামেন্টে।

বর্তমানে ইসরায়েল উয়েফা আয়োজিত বিশ্বকাপ বাছাইপর্বে খেলছে। তারা নিজেদের গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে এবং ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনাও তাদের রয়েছে।

যদিও এই চাপ বাড়ছে, তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসি স্পোর্টকে বলেছেন, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সফল হতে দেবে না যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে গাজায় অন্তত ৬৫ হাজার ৪১৯ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে উয়েফা বিষয়টি নিয়ে ভোটাভুটি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *