সন্নিবেশ: ম্যানচেস্টার সিটি আবারও দাপটের সাথে জয়ের ধারায় ফিরলো। রোববারের ডার্বিতে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিলো সিটিজেনরা। এক গোল করলেন ফিল ফোডেন আর জোড়া গোল করে ম্যাচের নায়ক হলেন নরওয়েজিয়ান তারকা এরলিং হালান্ড।
আন্তর্জাতিক বিরতির আগে টানা দুই ম্যাচে হারের পর জয়ের জন্য ক্ষুধার্তই ছিল সিটি। শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় তারা। জেরেমি ডোকুর ডানদিক থেকে দেওয়া নিখুঁত ক্রস ফোডেনকে হেড করার সুযোগ করে দেয়। সুযোগ নষ্ট করেননি এই ইংলিশ তারকা।
এরপর ইউনাইটেডও চেষ্টা করেছিল গোলের জন্য। তবে সিটির নতুন গোলরক্ষক ইতালিয়ান জিয়ানলুইজি ডোনারুমা ছিলেন অপ্রতিরোধ্য। দ্বিতীয়ার্ধে ব্রায়ান এমবেউমোর এক দুর্দান্ত শট ঠেকিয়ে দেন তিনি।
কিন্তু আসল নাটক শুরু হয় বিরতির পর। ডোকুর পাস থেকে দারুণ ফিনিশে প্রথম গোল করেন হালান্ড। এরপর বার্নার্দো সিলভার অ্যাসিস্টে ঠান্ডা মাথায় দ্বিতীয় গোলটি করেন এই স্ট্রাইকার। এমনকি আরেকটি শটে পোস্টে লেগে বঞ্চিত হন হ্যাটট্রিক থেকে।
পুরো ম্যাচে হালান্ডের পাশবিক শক্তি, গতি আর নিখুঁত ফিনিশিংয়ে বিধ্বস্ত হয় ইউনাইটেড ডিফেন্স। ফলে ডার্বির মাঠে সিটি দেখালো তাদের আসল আধিপত্য। এই জয়ে সিটিজেনরা চার ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে এবং চৌদ্দতম স্থানে রয়েছে রেড ডেভিলসরা।