সন্নিবেশ: লিটন দাসের ঝকঝকে হাফ-সেঞ্চুরি আর তৌহিদ হৃদয়ের ৩৫ রানের ইনিংসে ভর করে এশিয়া কাপে প্রথম জয় পেল বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের তৃতীয় টি-টোয়েন্টিতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে আসরে নিজেদের যাত্রা শুভভাবে শুরু করল টাইগাররা।
টস জিতে প্রথমে বোলিং নেওয়া বাংলাদেশের সিদ্ধান্ত সফল হয় শুরু থেকেই। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব আর রিশাদ হোসেন প্রত্যেকেই ২টি করে উইকেট তুলে নেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও নিজাকত খান ও ইয়াসিম মুর্তজার লড়াকু ইনিংসে হংকং থামে ১৪৩/৭ রানে।
জবাবে ব্যাট হাতে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। ওপেনার লিটন দাস দারুণ ছন্দে খেলে তুলে নেন অর্ধশতক। অন্য প্রান্তে তৌহিদ হৃদয় গুরুত্বপূর্ণ ৩৫ রান যোগ করেন। তাদের জুটি ম্যাচে জয়ের ভিত গড়ে দেয়। শেষে সহজভাবেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা, হাতে থাকে ৭ উইকেট আর বেশ কিছু বল।
এই জয়ের ফলে এশিয়া কাপে প্রথম পয়েন্ট পেল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। অভিজ্ঞতায় এগিয়ে থাকা দল হিসেবেই তারা শুরু থেকে ছিল ফেভারিট, আর হংকংকে হারিয়ে তা মাঠে প্রমাণও করল।