রায়পুরে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে প্রতিবাদ কর্মসূচী

অপরাধ

লক্ষ্মীপুর জেলার রায়পুরে চাঁদার দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে রায়পুর থানা সংলগ্ন সড়কে মানববন্ধন এবং পরে রায়পুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মো. আল আমিন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত হাসান আহমেদের ছেলে।

আল আমিন অভিযোগ করে জানান, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে গালিগালাজ ও মারধর করে আহত করেন। পরে স্থানীয়রা তাকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করান।

আল আমিন আরও দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে নির্মাণ সামগ্রীর ব্যবসা করছেন, কিন্তু মাসুদ রানা এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবারসহ নানা অপরাধে জড়িত। হামলার পর উল্টো তার বিরুদ্ধেই মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় নারী মুক্তা অভিযোগ করেন, মাসুদ রানা ও তার স্ত্রী কুসুম আক্তারের কারণে তারা শান্তিতে বসবাস করতে পারছেন না। অন্য এক বাসিন্দা জাহিদ জানান, এলাকাবাসীর ৫৭ জন স্বাক্ষর দিয়ে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

ব্যবসায়ী আল আমিন ইতিমধ্যে থানায় অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অভিযুক্ত মো. মাসুদ রানা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, এটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *