সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়তে হয়েছিল সন্দ্বীপের এক স্বপ্নবাজ তরুণকে। ২০১৭ সালে কাতারে পাড়ি জমান মোয়াক্কের আহমদ চৌধুরী আজম। শুরুটা করেছিলেন শূন্য থেকে। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও দেশপ্রেমের মিশেলে এক সাধারণ যুবক হয়ে উঠেছেন আন্তর্জাতিক অঙ্গনের সফল উদ্যোক্তা। শুধু নিজের ভাগ্য গড়েননি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন দেশের শতাধিক যুবকের জন্যও।
সিআইপি সম্মাননা প্রাপ্তি
প্রবাসীদের রেমিট্যান্স অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে মোয়াক্কের আহমদ চৌধুরী আজম পেয়েছেন ‘সেরা রেমিটেন্স প্রেরণকারী সিআইপি’ সম্মাননা। গত ১৮ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করেন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৈধ পথে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা তার প্রাপ্য হয়ে ওঠে।
দেশের উন্নয়নে অব্যাহত চিন্তা
বিদেশে থেকেও দেশের জন্য কাজ করার স্বপ্ন দেখেন তিনি। কাতারে নিজ হাতে গড়ে তুলেছেন একটি বহুজাতিক কোম্পানি, যেখানে কর্মরত আছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরা। নিজের জন্মভূমি সন্দ্বীপ নিয়েও রয়েছে তার বিশেষ পরিকল্পনা। এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“ছোটবেলা থেকে দেখেছি মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পায়। আমি চাই সন্দ্বীপে একটি আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেখানে প্রত্যন্ত এলাকার মানুষও বিনামূল্যে বা স্বল্প খরচে উন্নত চিকিৎসা পাবে।”
শিক্ষা ও পারিবারিক পটভূমি
মোয়াক্কের আহমদ চৌধুরী আজম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির সন্তান। তার পিতা মরহুম মিনহাজ উদ্দিন চৌধুরী ছিলেন সৎ ও সমাজসেবী ব্যক্তি। মা আয়েশা বেগম গৃহিণী, যিনি ধর্মীয় অনুশাসনে জীবন কাটিয়েছেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে আজম বড়।
২০০৬ সালে গাছুয়া একাডেমি থেকে এসএসসি এবং মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী ডা. হুমাইরাতুল জান্নাত পেশায় চিকিৎসক। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ
দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার থেকে রাজনীতিতে সক্রিয় হতে চান মোয়াক্কের আহমদ চৌধুরী আজম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়ন প্রত্যাশী। তার বিশ্বাস, প্রবাসে অর্জিত অভিজ্ঞতা ও দায়িত্ববোধ সন্দ্বীপের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে পারবেন।
স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের প্রতিচ্ছবি
মোয়াক্কের আহমদ চৌধুরী আজমের জীবনকাহিনী প্রমাণ করে—প্রতিকূলতা যতোই আসুক, স্বপ্ন, সাহস এবং সততা থাকলে কেউ থেমে যায় না। রাজনৈতিক কারণে দেশ ছাড়তে হলেও বিদেশে গিয়ে তিনি শুধু নিজের নয়, দেশের শতাধিক পরিবারের ভাগ্য পরিবর্তন করেছেন। এখন তিনি চান, প্রবাসের অভিজ্ঞতা ও অর্জন নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে। সন্দ্বীপবাসীর আশা—তার এই প্রয়াস নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠবে।