ভোরের দূত প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশব্যাপী সার্বিক নিরাপত্তা জোরদারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ৪৫ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিক দাবি পেশ করে।
সাক্ষাৎ শেষে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ সাংবাদিকদের ব্রিফিংয়ে পূজা নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে ডাকসুর পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত উপস্থিতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং পূজামণ্ডপ ভাঙচুরের অভিযোগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
ডাকসু নেতারা পূর্বের প্রতিমা ভাঙচুরসহ বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, দ্রুত বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু প্রতিনিধিদের জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যেই একাধিক বৈঠক হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জিএস এস এম ফরহাদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনের পর জগন্নাথ হল, শিব মন্দির ও ঢাকেশ্বরী মন্দিরের প্রতিনিধিদের উদ্বেগ ও প্রস্তাবনাও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, তোফাজল হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন পাওয়া গেলেও বিচার কার্যক্রম এখনো শেষ হয়নি। দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাম্য হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং অপরাধীদের শনাক্ত করে বিচার প্রক্রিয়া সম্পন্নেরও অনুরোধ জানানো হয়।
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তিনি আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে এই সম্প্রীতি রক্ষার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে এবারের দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হবে।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।