নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত 

সারাদেশ

আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ):  আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডাকবাংলোয় অবস্থিত অস্থায়ী সেনা ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর-মান্দা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু জুবাইর। সবাই উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নবীউল্লাহ এবং ওয়ারেন্ট অফিসার জামাল ।
সভায় মেজর জুবাইর বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার, পুলিশ ও গ্রাম পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
তিনি  আরও বলেন, উপজেলার কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত সেনা ক্যাম্পকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।

এ সময় নিয়ামতের উপজেলা উদযাপন ফ্রন্টের আহবায়ক ভীমচন্দ্র বর্মন সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মান্দা ও নিয়ামতপুর উপজেলা বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন । সবাই আসন্ন দূর্গাপূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *