শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করবে “মেড ইন বাংলাদেশ”

অর্থনীতি সারাদেশ

মাসুদুর রহমান রুবেল , সাভার (ঢাকা): পোশাক খাতে “মেড ইন বাংলাদেশের” শ্রেষ্ঠত্ব অর্জন ও কোয়ালিটি টেকসই লেভেলে পৌঁছাতে শ্রমিকদের প্রস্তুত করছে টেক্সট্রিম ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা। এ লক্ষ্যে শ্রমিকদের দুই মাস মেয়াদি প্রশিক্ষন প্রদান করেছে কারখানাটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার টেক্সট্রিম ফ্যাশন লিমিটেড কারখানায় প্রশিক্ষণ শেষে শ্রমিকদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এমন উদ্যোগে “মেড ইন বাংলাদেশ” বিশ্ববাজারে শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলে দাবি আয়োজকদের।

কারখানা কতৃপক্ষ জানায়, “তুমি গুণগতমান তৈরি কর, যা তোমাকে উন্নত জীবনে পৌঁছে দেবে” এই শ্লোগান ধারণ করে শ্রমিকদের দুই মাস মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করে টেক্সট্রিম ফ্যাশন লিমিটেড। দীর্ঘ ২ মাস এই ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগামটিতে মোট ৬ টি দলে বিভক্ত হয়ে মোট মোট ৬০ জন শ্রমিক কর্মকর্তা প্রশিক্ষণ নেন। চূড়ান্ত পরিক্ষাসহ মোট ৫ টি পরিক্ষার  মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারন করা হয়। এছাড়া সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান জায়গা করে নেন মো: শফিকুল ইসলাম, ২য় স্থানে মো: পারভেজ মাহমুদ ও তৃতীয় স্থানে মো: আশরাফুল আলম স্থান দখল করেন। প্রশিক্ষণে অংশ নেওয়া সকলকে সনদ ও বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

এছাড়া কারখানাটির সকল স্টাফদের দক্ষতা ও জ্ঞান উন্নয়নের জন্য পৃথক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষন শেষে পরিক্ষার মাধ্যমে চূড়ান্ত ফলাফল নির্ধারন করা হয়। “ইন্টারনাল অডিটর কোর্সে” প্রথম স্থান অধিকার করেন সুইং সেকশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো: সোহাগ মিয়া, ২য় স্থান অধিকার করেন আশরাফুল আলম (সহকারী ব্যবস্থাপক, কমপ্লায়েন্স) ও তৃতীয় স্থান  অধিকার করেন মো.কামরুজ্জামান (এইচ আর অফিসার)। সাস্টেইনেবল ম্যাইেজমেন্ট সিস্টেম এর পক্ষ থেকে বিজয়ী সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।

কারখানাটির ব্যবস্থাপক  হাজ্বী মন্জুরুল ইসলাম বলেন, বর্তমানে বিশ্বাবাজারে “মেড ইন বাংলাদেশে” এর শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে গুণগত মানোন্নয়নের কোন বিকল্প নেই। আমরা চাই “মেড ইন বাংলাদেশ” বিশ্ববাজারে শেষ্ঠত্ব অর্জণ করুক। যে কারনে আমরা শ্রমিক কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা করছি।৷৷  আমরা সবাই যদি এমন প্রশিক্ষণের মাধ্যমে মানসম্পন্ন শ্রমিক ও কর্মকর্তা তৈরি করতে পারি তাহলে আমাদের গার্মেন্টও মানসম্পন্ন হবে। আর গুনগত মান শ্রেষ্ঠ হলে বিশ্ববাজারে “মেড ইন বাংলাদেশ” শ্রেষ্ঠত্ব অর্জন করবে। ফলে দেশে বিনিয়োগ বাড়বে ও পোশাক খাতে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করবো। আমাদের এমন প্রশিক্ষণের ব্যবস্থা চলমান থাকবে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ শেষে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, “এমন উদ্যোগে অভিভূত হয়ে আমি এখানে এসেছি। সকল পোশাক কারখানা এমন উদ্যোগ নিলে নিশ্চয়ই আমরা বিশ্ববাজারে শ্রেষ্ঠত্ব অর্জন করবো, শ্রেষ্ঠত্ব অর্জন করবে মেড ইন বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন, শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মো: রাশেদুল ইসলাম, সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশের মো: ওয়াসিম মিয়াসহ কারখানার উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *