ঝিনাইদহে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ

মোহাম্মদ মিশুক হাসান, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রকৃতির জন্য শিশুরা’ প্রাণ- প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা। শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক গভীর করা এবং পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পিটিআই-এর ইন্সপেক্টর মো: ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: লেচপাতী খাতুন, গ্রীন বন্ধু বাংলাদেশ-এর উপদেষ্টা খয়বার রহমান, পরিচালক মোহাম্মদ মিশুক হাসান, সমন্বয়ক আশরাফুল ইসলাম, সহ-সমন্বয়ক লিখন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, নাসিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা। মিশন গ্রীন বাংলাদেশ ও গ্রীন বন্ধু বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পরিষ্কার বাতাসের প্রয়োজনীয়তা এবং নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি ও বায়ুশক্তির গুরুত্ব ও ব্যবহার শিশুদের সহজভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

শিশুদের উৎসাহিত করতে কর্মশালায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *