ভূমিকম্পে একযোগে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

সারাদেশ

ভোরের দূত ড্রেস্ক : বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয় দেশে একযোগে ভূমিকম্প অনুভূত হয়েছে রবিবার বিকেলে। স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এ কম্পন হয়, যা রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পে কেঁপে ওঠা দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার ও চীন। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, “ভূমিকম্প হয়েছে, বিষয়টি নিশ্চিত। তবে এর উৎপত্তিস্থল ও অন্যান্য বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে, শিগগিরই জানানো হবে।”

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫, যা মৃদু ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *