বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান

সারাদেশ

আসিফ মাহবুব, বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এবং সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বগুড়ার সদর, ধুনট, শাজাহানপুর ও কাহালু উপজেলায় আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলের পক্ষ থেকে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ ছয়জন রোগীর চিকিৎসার খোঁজখবর নেন, তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় কালাম আজাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু রাজনীতির ময়দানেই নয়, অসহায় মানুষের পাশে সবসময় রয়েছেন। ‘আমরা বিএনপি পরিবার’ নামে সংগঠনটি সারাদেশে দরিদ্র, অসহায় ও অসুস্থ মানুষের কল্যাণে কাজ করছে। জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরামর্শে আজ জেলার বিভিন্ন উপজেলায় সহায়তা প্রদান করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি জিয়া পরিবারের কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

সহায়তা প্রদানকালে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পাশা, বিএনপি নেতা আনোয়ার হোসেন জুয়েল, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস এবং এডভোকেট কামাল হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *