কলাপাড়ায় আন্তর্জাতিক ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু’ দিবস পালিত

সারাদেশ

তানজিল জামান জয়, কলাপাড়া, পটুয়াখালী: আজ ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাকশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি)-এর সহযোগিতায় প্রান্তজন এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এই কর্মসূচির আয়োজন করে।

সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি র‍্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্দারমানিক নদীর তীরের হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মান্নুর সভাপতিত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, বায়ুদূষণ বর্তমানে বিশ্বব্যাপী অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ। এর প্রভাব শুধু মানুষের স্বাস্থ্যেই নয়, বরং প্রাণী, উদ্ভিদ এবং জলবায়ুর উপরও মারাত্মক প্রভাব ফেলছে। বক্তারা দ্রুত ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ বাস্তবায়নের দাবি জানান।

কর্মসূচির প্রধান দাবিগুলো

পথসভা থেকে বায়ুদূষণ রোধে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়:

  • ন্যায্য জ্বালানির অঙ্গীকার এবং নির্মল বায়ু সবার অধিকার নিশ্চিত করা।
  • জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা।
  • পায়রায় ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়ন করা।
  • পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের (২য় ফেইজ) নির্মাণ বাতিল করা।
  • এবং দ্রুত ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ বাস্তবায়ন করা।

এই কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, এনজিও কর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবেশকর্মীরা অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বায়ুদূষণ রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *