রুহিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে রোভার স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ক্যাম্পাস

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁও: রুহিয়া ডিগ্রি কলেজে আজ (৭ সেপ্টেম্বর) রবিবার দুপুরে এক আনন্দঘন পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কলেজের রোভার স্কাউট ইউনিট এর আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, রোভার স্কাউট সদস্য ও স্থানীয় পরিবেশকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান। ,

এই সময় তিনি বলেন, বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। বৃক্ষরোপণ শুধু পরিবেশকে রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে সহায়ক ভূমিকা রাখে।

কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসে ৪ টি গাছের চারা রোপণ করা হয়।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানিয়া সুলতানা এক আম গাছ রোপণ করে বলেন,
“আমি আশা করি, এটি বড় হয়ে আমাদের ফল দেবে এবং পরিবেশকে সবুজ রাখবে।

রোভার স্কাউট সদস্য শাহাজাদ ইসলাম বলেন,

আমি আজ একটি নিম গাছ রোপণ করেছি। এটি আমাদের বায়ু বিশুদ্ধ করবে এবং পরিবেশকে রক্ষা করবে।

শিক্ষক, অভিভাবক ও অন্যান্য কর্মীরাও এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কলেজের প্রভাষক আসাদ আলী বলেন,
এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে এবং তাদেরকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তোলে।”*

বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার ও ব্যানার প্রদর্শন করেন। এতে লেখা ছিল
“গাছ লাগান, প্রাণ বাঁচান”সবুজ পৃথিবী, সুস্থ জীবন”

এই উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।

রোভার স্কাউট (ডিএসআরএম) শিক্ষক মোঃ রায়হান উদ্দিন ঘোষণা দেন যে,

আগামী বছর আরও বড় পরিসরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে নিয়মিত কার্যক্রম হাতে নেওয়া হবে। আমাদের লক্ষ্য শুধু কলেজ প্রাঙ্গণ নয়, বরং পুরো এলাকাকে সবুজ করে তোলা।

সবমিলিয়ে রুহিয়া ডিগ্রি কলেজে এক আনন্দঘন পরিবেশে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উল্লেখিত যে এর আগে রুহিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে প্রায় ২০০টি গাছ রোপণ করেন, রোভার স্কাউট সদস্যরা।

কলেজ মাঠ প্রাঙ্গণে কড়ই, বকুল, জাম, আম, কাঠাল, কৃষ্ণচূড়া, নিম, চালতা, মেহগনি ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন তারা।

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *