মেহেরপুরে বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

সারাদেশ

ভোরের দূত, মেহেরপুর: বেকার ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে মেহেরপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মেহেরপুর শহরের মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

কুষ্টিয়া ল্যাব কেয়ারের যৌথ ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই কার্যক্রম। ক্যাম্পে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দুই হাজার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন। একই সঙ্গে প্রাথমিক ও প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বেল্লাল হোসেন জানান, “এখানে অনেক ভালো চিকিৎসা সেবা পেয়েছি। ডাক্তারদের ব্যবহারে আমরা মুগ্ধ।”

মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়ক ও ল্যাব কেয়ারের চেয়ারম্যান ডা. সজিবুল হক বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে শহর ও ইউনিয়নে এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ সময় অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, তিনি নিয়মিতই জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন এবং অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *